Thursday, December 17, 2015

বিজয় দিবসে বাংলাদেশের জন্মদিন না

বিজয় দিবসে জন্মদিন না, এ কথা জানে না বলো কে?
জানে ফুল ফল পাতা লতা পাখি
জানে মামি ফুপু জানে খালা কাকী
জানে খালবিল, জানে নদী নালা
জানে চাচা মামা ফুপা খালু শালা
জানে ফার্মের মুরগি পায়রা
বেয়াই শ্বশুর ননদ ভায়রা
জানে প্রতিবেশী দরদিয়া ভাবী
জানে প্রাইভেট মাদ্রাসা ঢাবি
জানে মজহার ফারুকী আমিষু
জানে কোল ধরে দোল খাওয়া শিশু
জানে বোকাসুধা আকাট বলদও।


জানে না মন্ত্রী পলকে।

No comments:

Post a Comment

রয়েসয়েব্লগে মন্তব্য রেখে যাবার জন্যে ধন্যবাদ। আপনার মন্তব্য মডারেশন প্রক্রিয়ার ভেতর দিয়ে যাবে। এর পীড়া আপনার সাথে আমিও ভাগ করে নিলাম।