Wednesday, November 27, 2013

মধুমালতী ডাকে আয়

আজ লীগি ভাই সাশ্রুনয়নে বিম্পি ভাইয়ের বুকে
বুক রেখে পথে নেমে এসে দেয় যতো অনাচার রুখে
মুসলিম ভাই সুখে চোখ বোঁজে হিন্দুর আলিঙ্গনে
জামাতি আমির বোনে সুখনীড় সিপিবি নেতার সনে
অবকর্নেল ব্লাডি সিভিলেরে অকাতরে টানি কাছে
বলিতেছে, তবু মুখোমুখি এক আশাতীত ফুল আছে।
ডানের হস্ত আজ তটস্থ বামের পরশা লাগি
এমেপাশ ঘোরে নিরক্ষরের নামের ভরসা মাগি
নির্বাচিতের হাতে হাত রাখে শত জামানতহারা
আবাল বৃদ্ধ সাথে করে আনে তরুণী বণিতা দারা
এক দাবি তুলে মুখরিত আজ পুরুষের পাশে নারী
তেঁতুলের শ্বাসে মিছিলের মাঝে কাঁপে আলেমের দাড়ি
গর্জনে কাঁপে আকাশ বাতাস, তর্জনে মাতে নদী
অর্জনপ্লাবী বর্জনস্রোত বহে চলে নিরবধি
কী সেই জাদুতে নেতিতে-ইতিতে হেন গদোগদো প্রেম?
সে কোন পরশপাথর ডলিয়া সকলই বনিলো হেম?
কোন ভ্রমরের পরাগে পুষ্প হৈয়া ফুটিলো কাঁটা?
কেষ্ট-ফাটানো কলসী জুড়িলো কোন কাঁঠালের আঠা?
আহা কী আজব ঘটিলো সিলেটে - থুক্কু - জালালাবাদে?
কী কারণে পথে নামিলো সকলে হাতে-হাত, কাঁধে-কাঁধে?
উত্তর করি দান,
বাঁচাতে সিলেট, হটাতে তার আগে জাফর নাফরমান।

No comments:

Post a Comment

রয়েসয়েব্লগে মন্তব্য রেখে যাবার জন্যে ধন্যবাদ। আপনার মন্তব্য মডারেশন প্রক্রিয়ার ভেতর দিয়ে যাবে। এর পীড়া আপনার সাথে আমিও ভাগ করে নিলাম।