Sunday, April 14, 2013

চিরবিজয়িনী জাগো জয়ন্তিকা
[নকশা: স্যাম]
নতুন বাংলা বছর জেগে উঠুক সকল মৌলবাদী ঘোঁৎকারকে চাপা দিয়ে নারীর গর্জনে।
যে বাংলাদেশের কৃষি অচল নারীর অংশগ্রহণ ছাড়া, যে বাংলাদেশের শিল্প অচল নারীর শ্রম ছাড়া, যে বাংলাদেশের পরিবার অচল নারীর নিঃশব্দ আত্মবিসর্জন ছাড়া, সে বাংলাদেশে মাথায় ফেট্টি বাঁধা কতগুলি উন্মাদের কথায় নারীরা অন্তরীণ হয়ে থাকবে?
কখনোই না।
সবাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। নতুন বছর শুরু হোক নারীর জাগরণের আহ্বানের গানে।
কোরাসে অংশ নিয়েছেন সুরঞ্জনা, আনন্দী, অমিতাভ, তানিম, অর্ণ, আন্দালিব, আসিফ, হিমু ও নাইম। বৈদ্যুতিক গোলযোগের কারণে ন্যান্সির প্রচারে বিঘ্ন ঘটেছে।

No comments:

Post a Comment

রয়েসয়েব্লগে মন্তব্য রেখে যাবার জন্যে ধন্যবাদ। আপনার মন্তব্য মডারেশন প্রক্রিয়ার ভেতর দিয়ে যাবে। এর পীড়া আপনার সাথে আমিও ভাগ করে নিলাম।