এখন রজনীগন্ধা-প্রথম-নতুন
ফেসবুকে একদিন কনফু হঠাৎ শেয়ার দিলো জীবনানন্দ দাশের এই কবিতাটা। কিছুটা কাকতালীয়ই বটে, কারণ কবিতাটা ব্যবহার করেছি একটা অসমাপ্ত লেখায়।
লেখার এক কোণে গুঁজে দেয়ার পর কবিতাটার কথা যেন ভুলেই গিয়েছিলাম, কিন্তু চোখের সামনে আবার দেখে মাথায় গেঁথে গেলো পঙক্তিগুলো। কাজের ফাঁকে ক্লান্ত চুমুক দিই চায়ের কাপে, আর গুনগুন করি আবোলতাবোল সুরে। তখন ইচ্ছা হয়, সুর যোগ করি এই কবিতায়।
এখন রজনীগন্ধা-প্রথম-নতুন by royesoye
কেমন হলো জানি না, কিন্তু গুনগুন করছি দুইদিন ধরে।
লেখার এক কোণে গুঁজে দেয়ার পর কবিতাটার কথা যেন ভুলেই গিয়েছিলাম, কিন্তু চোখের সামনে আবার দেখে মাথায় গেঁথে গেলো পঙক্তিগুলো। কাজের ফাঁকে ক্লান্ত চুমুক দিই চায়ের কাপে, আর গুনগুন করি আবোলতাবোল সুরে। তখন ইচ্ছা হয়, সুর যোগ করি এই কবিতায়।
এখন রজনীগন্ধা-প্রথম-নতুন by royesoye
কেমন হলো জানি না, কিন্তু গুনগুন করছি দুইদিন ধরে।
দারুণ
ReplyDelete[আপনি মেয়ে হইলে আপনার জন্য যোগ্য ছেলে পাওয়া মুস্কিল হতো :D ]
ভাল লাগল হিম্ভাই।
ReplyDeleteসুন্দর!
ReplyDelete