Sunday, June 06, 2010

শব্দচিত্র

ঢাকা গোয়েঠে ইনস্টিটুটের প্রতিটি ঘরই একটি চিত্রকর্ম দিয়ে সজ্জিত। যে ঘরটিতে সেখানকার পৌনে তিনবছরের শিক্ষাজীবনের বেশিরভাগ সময় কেটেছিলো, সেখানে দেয়ালে টাঙানো ছবিটিতে একটি বাক্য ছবিতে আঁকা ছিলো, "বিচ্ছেদ বয়ে আনে বেদনা।" "বিচ্ছেদ" শব্দটি একটি ছিন্ন ভাসমান পাতার আদলে লেখা,আর "বয়ে আনে বেদনা"টুকু একটি গাছের আদলে। শিল্পীর নাম ঠিক মনে নেই, কিন্তু তাঁর আঁকা প্রতিটি ছবিই বেশ আগ্রহোদ্দীপক ছিলো।

অনেকটা সেরকম করেই চেষ্টা করলাম কয়েকটা পশুর ছবি আঁকতে, ছবির মধ্যেই শব্দটা এঁকে।


Created with flickr slideshow.

2 comments:

 1. ○ পাকি, কুত্তা আর ছাগল চমৎকার হয়েছে।
  ○ "গাধা"তে দাগের পরিমাণ আরেকটু কমাতে পারলে ভালো হবে।
  ○ হস্তি মোটামুটি হয়েছে। বেশি পছন্দ হয়নি।
  ○ ইন্দুর কে "ইন্দর" মনে হচ্ছে। "ু" কার নিয়ে আরেকটু কাজ করতে পারেন।

  ReplyDelete
 2. তারাপ কোয়াস14 June, 2010

  পাকি আর কুত্তা বড়ই সৌন্দর্য হইছে।
  'ইন্দুর' এর ব্যাপারে দ্রোহী ভাইয়ের মন্তব্যের সাথে একমত।।
  গাধা আর হস্তি মধ্যম মানের লেগেছে।
  সবশেষে কথা হইলো প্রজেক্টটা চালু রাখেন হিমু ভাই।

  ReplyDelete

রয়েসয়েব্লগে মন্তব্য রেখে যাবার জন্যে ধন্যবাদ। আপনার মন্তব্য মডারেশন প্রক্রিয়ার ভেতর দিয়ে যাবে। এর পীড়া আপনার সাথে আমিও ভাগ করে নিলাম।