Friday, September 18, 2009

ফেইসবুক্তব্য

ফেইসবুকে স্ট্যাটাসে আবোলতাবোল হাবিজাবি লিখি। মাঝেমধ্যে দুয়েক্টা লাইক মারে দুয়েকজন। ভাব্লাম দুয়েক্টা তুলে দিই সচলে। কোনো জ্ঞানের কথা নাই। নেহায়েত ভাবনার ছিটমহল। লীলেন্দার কমকথার পোস্টের আব্দার প্রসঙ্গে এইগুলান জড়ো করার আইডিয়া মাথায় এলো।

1. বাসি তেহারি অনেকটা প্রাক্তনা প্রেমিকার মতোই। একটু যত্ন করে গরম করে নিতে পারলে আগের দিনের চেয়েও মনোহরা হয়।

2. পেঁয়াজ মিলবে রসুনের সাথে ঠিকই, কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না ...

3. এ জীবন বার বার এসে শুধু নুরুমানিকের্বামহাত দেখিয়ে যায় মন খারাপ ।

4. বিদায় সাইফুর রহমান। যে দেশকে আপনি ডুবিয়েছিলেন, সেও ডুবাতে জানে।

5. প্রতি বছর আমার জন্মদিনে প্রিয় কারো মৃত্যু হচ্ছে। ২০০৭ এ মারা গেলেন তারাপদ রায়, ২০০৮ এ এহমাদ ফারাজ, ২০০৯ এ টেড কেনেডি। তাই এখন থেকে আমার প্রিয় রাজনীতিবিদ সাকাচৌ।

6. এই কয়দিন খাইলাম গরুর ভুনা মাংস, মুরগির গ্রিল, হাঁস ভুনা, কই মাছ, রুই মাছ, শুঁটকির ভর্তা, বেগুন ভাজা, মুড়িঘন্ট, পুঁইচিংড়ি, বদ্দারহাটের তেহারি, মনির হোসেনের খিচুড়ি, আউগুস্টিনার বিয়ার, হালিম, পুডিং, চকলেট ... আর আজ ... হায়, ডিম ভাজতে যাইতেসি এখন ... বলো আলেয়া, কার শাড়ি দিয়া চোখ মুছি?

7. পরের ইস্ত্রির কথা করিলে চিন্তন, আপন ইস্ত্রির দুঃখ থাকে কতক্ষণ?

8. টোনা কহিল, টুনি, পিঠা করো। টুনি কহিল, দুবাই যামু ট্যাকা দে, ট্যাকা দে দুবাই যামু ...।

9. সকালে উঠিয়া আমি মনে মনে বলি, হায়রে সুখের দিন, কোনখানে গেলি?

10. টোনা কহিল, টুনি, পিঠা কর। টুনি বলিল, এইসব নিম্নবর্গীয়পনা ছাড়ান দে রে ছ্যারা।

11. টোনা বলিল, টুনি, পিঠা করো। টুনি বলিল, ইউ ওয়ান্ট ফ্রাইজ উইদ দ্যাট?

12. টোনা কহিল, টুনি, পিঠা করো। টুনি কহিল, কেনু কেনু কেনু?

13. টোনা বলিল, টুনি, পিঠা করো। টুনি বলিল, ফাক ইউ মাদাফাকা!

14. এই বুড়ো বয়সে এসে শেষ পর্যন্ত উপলব্ধি কর্তেসি, আভি তো ম্যায় জওয়ান হুঁ !!!

15. কিছু কিছু লোক সর্বদাই অন্যের পেছনে আঙুল দিয়ে পরীক্ষা করে, সেখানে গু আছে কি না। খোদার কী ইশারা, তাদের কখনো হতাশ হতে হয় না। আর এই কারণেই, তারা থামে না। মঞ্চায় বলি, ওরে, ড়্যান্ডম স্যাম্পলিং করেও কি বুঝতে পাল্লি না, যে পেছনে আঙুল দিলে গু-ই পাবি, জ্যামজেলি পাবি না?


[]

No comments:

Post a Comment

রয়েসয়েব্লগে মন্তব্য রেখে যাবার জন্যে ধন্যবাদ। আপনার মন্তব্য মডারেশন প্রক্রিয়ার ভেতর দিয়ে যাবে। এর পীড়া আপনার সাথে আমিও ভাগ করে নিলাম।