Monday, May 11, 2009

কয়কেনহোফের টিউলিপ বাগান

এই পোস্টে শুধুই ছবি থাকুক। কথা পরে হোক। কিন্তু কিছু কথা বলতেই হচ্ছে, নইলে প্রথম পাতা ভচকে যাচ্ছে ছবির সিরিয়ালের চাপে।

ছবিগুলো হল্যান্ডের লিসে শহরের বিখ্যাত টিউলিপ বাগান কয়কেনহোফে তোলা। এপ্রিল থেকে মে, মোটামুটি মাস দুয়েকের জন্যে কয়কেনহোফে টিউলিপ উৎসব হয়। ৮০ একর বিস্তৃত এই বাগানের ভেতরে কয়েকটা সরোবরের চারপাশে রয়েছে বিভিন্ন জাতের, বিভিন্ন রঙের, বিভিন্ন নকশার টিউলিপ।

১-১১ পর্যন্ত ছবি একটি শটে নেয়া, ১২ থেকে শুরু করে বাকিগুলো HDR করা।


Created with flickr slideshow.আরো ছবি আছে। পরে কথার সাথে সেসব যোগ করে দেবো।


[]

No comments:

Post a Comment

রয়েসয়েব্লগে মন্তব্য রেখে যাবার জন্যে ধন্যবাদ। আপনার মন্তব্য মডারেশন প্রক্রিয়ার ভেতর দিয়ে যাবে। এর পীড়া আপনার সাথে আমিও ভাগ করে নিলাম।