Saturday, September 27, 2008

নজরুলের কয়েকটি গান খুঁজছি

কারো কাছে থাকলে দয়া করে লিঙ্কগুলি শেয়ার করবেন, বা ফাইলগুলি পাঠাবেন।

[list]
[*] শুকালো মিলনমালা, আমি তবে যাই

[*] নতুন নেশার আমার এ মদ, কী নাম দেবো

[*] বিদায় সন্ধ্যা আসিল ঐ

[*] পরজনমে যদি আসি এ ধরায়

[*] হৃদয় কেন চাহে হৃদয়

[*] প্রদীপ নিভায়ে দাও, উঠিয়াছে চাঁদ

[*] আসলো যখন ফুলের ফাগুন

[*] যত ফুল তত ভুল কন্টক জাগে

[*] ফিরিয়া এসো বধূ, এসো হে ফিরে

[*] পলাশমঞ্জরী পরায়ে দে লো মঞ্জুলিকা

[*] বেসুর বীণায় ব্যথার সুরে বাঁধবো গো

[/list]


দয়া করে ফিরোজা বেগমের কোন গানের রেফারেন্স দেবেন না। অসংখ্য অগ্রিম ধন্যবাদ।

[]

No comments:

Post a Comment

রয়েসয়েব্লগে মন্তব্য রেখে যাবার জন্যে ধন্যবাদ। আপনার মন্তব্য মডারেশন প্রক্রিয়ার ভেতর দিয়ে যাবে। এর পীড়া আপনার সাথে আমিও ভাগ করে নিলাম।