Monday, October 23, 2006

ডেসার ওয়েবসাইটডেসার ওয়েবসাইট যাঁরা এখনো দেখেননি, তাঁরা দেখে নিতে পারেন। মন্দ নয়, বিপিডিবির ওয়েবসাইটের চেয়ে ভালো। একটা পেপার লেখার কাজে এই উপমহাদেশের কয়েকটা দেশের বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের ওয়েবসাইটে চরে বেড়াচ্ছি, ভারত বা পাকিস্তানের ওয়েবসাইটগুলোর সাথে তুলনা করলে কোন অংশে কম নয় ডেসার সাইটটি। তুলনামূলক ভাবে শ্রীলঙ্কা আর নেপালের সাইটগুলি নিম্নমানের।

তবে ঐ যে, কিছু কিছু সমস্যা রয়েই যায়। যেমন, অক্টোবর মাসের ২৩ তারিখ ভোরবেলা এখন, কিন্তু ডেসার ওয়েবসাইটের রিপোর্ট বিভাগে মে মাসের পর আর কোন তথ্য নেই। সাধারণত বিতরণ কর্তৃপক্ষের ওয়েবসাইটে বিল ক্যালকুলেটর যোগ করলে সুবিধা হয়, সেটিও অনুপস্থিত।


[]

No comments:

Post a Comment

রয়েসয়েব্লগে মন্তব্য রেখে যাবার জন্যে ধন্যবাদ। আপনার মন্তব্য মডারেশন প্রক্রিয়ার ভেতর দিয়ে যাবে। এর পীড়া আপনার সাথে আমিও ভাগ করে নিলাম।