Monday, May 08, 2006

ফুটোস্কোপিক গল্প : রবির পুনরুত্থানজনিত সঙ্কট


...

রবীন্দ্রনাথ বললেন, 'কিন্তু আমি কোন দুঃখে জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়াবো?'

নাগরিক সমাজের একজন বললেন, 'কারণ আপনি সুশীল লোক। প্রাইজটাইজ পেয়েছেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, আপনার লেখা নাটক টিভিতে দেখায়, আপনার লেখা গান পাবলিক কনসার্টে গায়, জাতীয় সঙ্গীতও নাকি আপনার লেখা, আপনি ভোটে দাঁড়ালে পাবলিক আপনাকে পটাপট জিতিয়ে দেবে।'

...

No comments:

Post a Comment

রয়েসয়েব্লগে মন্তব্য রেখে যাবার জন্যে ধন্যবাদ। আপনার মন্তব্য মডারেশন প্রক্রিয়ার ভেতর দিয়ে যাবে। এর পীড়া আপনার সাথে আমিও ভাগ করে নিলাম।